• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

থানার সামনে ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৮:৩১ এএম
থানার সামনে ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত 
ফাইল ছবি

রাজধানীর বংশাল থানার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তারা হলেন এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল।

তাদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় থেকে ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে আটক করে। পরে তাদের বংশাল থানার সামনে নিয়ে আসা হয়। থানার সামনে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন পকেটে থাকা সুইচগিয়ার চাকু বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে পাঁচজন আহত হন।”

এ বিষয়ে পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে কনস্টেবল নজরুলের  অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর এক দিন আগেই গুলিস্তানে আরেক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হন।

Link copied!